বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বড় রান না হওয়ার অভিযোগ ছিল। ব্যাটসম্যানদের দিকেই ছিল অভিযোগের তীর। সেসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিলেন ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ব্যাটসম্যানরা।
মঙ্গলবার রান উৎসব হলো মিরপুরের ২২ গজে। সেঞ্চুরির জবাবে এসেছে সেঞ্চুরি। রেকর্ড রানের লক্ষ্য তাড়া হয়েছে অনায়াসে। হয়েছে ছক্কা বৃষ্টি। ওলট পালট হয়েছে রেকর্ড বই।
মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাটিং করে রাজশাহী ৭ উইকেটে ২২০ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে ১১ বল আগে, ৮ উইকেট হাতে রেখে।
বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বরিশাল। ২২১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে অনায়াসে। এর আগে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সিলেট রয়্যালস ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল।
এদিকে ছক্কার রেকর্ডও হয়েছে এ ম্যাচে। রাজশাহী ১৮ ছক্কার জবাবে বরিশাল মেরেছে ১০ ছক্কা। এর আগে বাংলাদেশে ঘরোয়া কোনও আসরে এত ছয় হয়নি। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম প্রিলিমিনারি ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালসের ম্যাচে হয়েছিল ২৭ ছক্কা। তবে ২০১৪ সালে সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচে হয়েছিল ৩০ ছক্কা। যা বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ।
নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ১০৯ রান তুলে রাজশাহীকে এনে দিয়েছিলেন বিশাল পুঁজি। কিন্তু তার সেঞ্চুরি ভেস্তে যায় ইমনের দোর্দণ্ড প্রতাপে। মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে ইমন জেতান বরিশালকে।
বাংলাদেশের ক্রিকেটারদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন বাঁহাতি ব্যাটসম্যান। তামিম এর আগে ৫০ বলে পেয়েছিলেন সেঞ্চুরি।