সম্ভাবনার সন্ধানে, সম্ভাবনার কুড়িগ্রাম- এর আয়োজনে পোদ্দারের ভিটা রওযাতুল মাদিনাহ্ নুরানী মাদ্রাসা কালিগণ্জ ,নাগেশ্বরী, কুড়িগ্রামে মোট ২৬ জন জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ, এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত কর্মসুচির ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে উপস্থিত ছিলেন, জনাব, মোঃ মাহাবুর রহমান মাহাবুব, এছাড়াও উপস্থিত ছিলেন, জনাব মোঃ নাজমুল হুদা লাকু, পরে সার্বক্ষনিক সাথে থেকে সহযোগিতা করেছিলো, সাইদুর রহমান সোহাগ। এবং অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক, শিক্ষক ও এলাকার সেচ্ছাসেবী মানুষজন।
উক্ত কর্মসুচিতে অর্থায়ন ও সহযোগিতা করেছেন মানবিক মানুষ, যিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তিনি তার জন্য এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তার নেক মকসুদ পূরা করুক এই প্রত্যাশা।
মোঃ মাহাবুর রহমান মাহাবুব বলেন আমদের প্রতিটা কর্মসুচি সব সময় শহরের বাইরে অর্থাৎ প্রত্যন্ত এলাকায় করার চেষ্টা করে থাকি। তিনি সকল মানুষ কে আহবান করে এ কথা বলেন, মানুষ হোক মানুষের কল্যাণে, এই প্রত্যাশায় আসুন, অসহায় অবহেলিত দের খোঁজ খবর নেই, সামর্থ্য অনুযায়ী পাশে দাড়াই। আসুন আমরা সবাই আগামীর জন্য সুন্দর পৃথিবী সাজাই এই আহ্বান ব্যক্ত করেন।