বাইডেনের ছেলে হান্টারের কর সংক্রান্ত বিষয়ে তদন্ত চলছে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন, তাঁর কর সংক্রান্ত বিষয়ে তদন্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে ফেডারেল প্রসিকিউটররা এ তদন্ত পরিচালনা করছেন। সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হান্টার বাইডেন জানিয়েছেন, তিনি এ তদন্তের বিষয়টি ঘিরে অনেক কিছু শিখতে পেরেছেন। তবে এখনই তদন্তের বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানাননি।

বিবৃতিতে হান্টার বলেছেন, ‘আমি এ ব্যাপারটি অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমি আত্মবিশ্বাসী যে একটি পেশাদারী পর্যালোচনার মাধ্যমে প্রমাণ হবে, আমি আমার বিষয়গুলো আইনি ও যথাযথভাবে পরিচালনা করেছি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, বাইডেনের ট্রানজিশন টিম এক বিবৃতিতে জানিয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তাঁর ছেলেকে নিয়ে গর্বিত, যিনি সম্প্রতি ভয়াবহ ব্যক্তি আক্রমণসহ বিভিন্ন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।

চলতি বছরের মার্কিন নির্বাচনের বিভিন্ন প্রচারে রিপাবলিকানদের সমালোচনার শিকার হয়েছিলেন হান্টার বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় হান্টার বাইডেনের সঙ্গে ইউক্রেন ও চীনের ব্যবসায়ীক সম্পর্কের বিষয়টিকে বারবার সামনে নিয়ে আসে রিপাবলিকানরা।