টস জিতে বোলিংয়ে খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে মুশফিকুর রহিমের ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা। আগে ফিল্ডিং করছেন মাশরাফীরা।

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ শেষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে গাজী গ্রুপ চট্টগ্রাম। চার জয়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে জেমকন খুলনা। ছয় পয়েন্ট নিয়ে তিনে আছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। আর সমান চার পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনা : মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।