শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শেরপুরের শ্রীবর্দীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাশেদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-মামুন এ রায় ঘোষণা করেন। 

রাশেদ আলী শ্রীবর্দী উপজেলার দিয়ারচর গ্রামের মৃত বাইন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৭ থেকে ১৮ বছর আগে শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের ফজল হকের মেয়ে গোলেছা বেগমের বিয়ে হয় দিয়ারচর গ্রামের রিকশাচালক রাশেদ আলীর সাথে। দাম্পত্য জীবনে ৩ ছেলে জন্ম নেয় তাদের সংসারে। ঘটনার ৩ থেকে ৪ মাস আগে থেকে রাশেদ আলী কাজকর্ম না করায় অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে ২০১৭ সালের ১৩ জানুয়ারি পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে গৃহবধূ গোলেছা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রাশেদ আলী। 

এ ঘটনায় ওইদিনই শ্রীবরদী থানায় রাশেদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন বাবা ফজল হক। পরদিনই অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রাশেদ। মামলার তদন্ত শেষে রাশেদকে একমাত্র আসামি করে একই বছরের ২৪ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই আক্তারুজ্জামান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রাশেদের যাবজ্জীবন কারাদণ্ড রায় প্রদান করে আদালত।