নিরব-পূজার ‘ক্যাশ’

সুদর্শন নায়ক নিরবের সঙ্গে জুটি বাঁধলেন এক সময়ের শিশুশিল্পী পূজা চেরি। ছবির নাম ‘ক্যাশ’। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির।

আসছে ৩ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন জানান পরিচালক। এটি নিরব-পূজার জুটি বেঁধে প্রথম ছবি।

ছবিতে আরও অভিনয় করবেন জান্নাতুল নাঈম এভ্রিল, সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ অনেকেই।

মাস্টারমাইন্ড টাইপের গল্পে ‘ক্যাশ’ প্রযোজনা করছে স্বদেশ এন্টারটেইনমেন্ট। ছবির গল্প ও সংলাপ লিখেছেন আসাদ জামান।