কুড়িগ্রাম প্রতিনিধি: (১৫ই ডিসেম্বর ২০২০)
গত কয়েকদিন ধরে কুড়িগ্রামে ক্রমাগত বাড়ছে শীতের প্রকোপ।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় ১৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার প্রভাত নিউজকে বলেন, গত দুই-একদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশংকা রয়েছে।
দুপুরের পর সামান্য কিছু সময় সূর্যের দেখা মিললেও উষ্ণতা মিলছে না তাতে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।
এদিকে কুয়াশায় আচ্ছন্ন ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল মানুষ।
জেলার চরাঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার অধিবাসীরা শীতের প্রকোপে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
চরের মানুষ ও জনপ্রতিনিধিরা জানান, গত বন্যায় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তীব্র ঠান্ডায় মানুষের অবস্থা কাহিল। গরম কাপড়ের অভাব। এখন পর্যন্ত দেখা মিলেনি কোনো গরম কাপড়ের।
তাপমাত্রা হ্রাস পেতে শুরু করায় শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার প্রভাত নিউজকে জানান, শীতের প্রভাবে বাড়তে থাকায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে। তাই শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।