রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একদিনে (২৩ ডিসেম্বর সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৩৪৪ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম ৩১৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৫১৭ গ্রাম ২৮০ পুরিয়া গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও ১১ লিটার দেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।