নতুন ৩ সচিব নিয়োগ

৩ জনকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলে হয়, মোহাম্মদ মোকাম্মেল হোসেনকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ভূমি সচিব, মোহাম্মদ মোকাব্বির হোসেনকে রেলপথ সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

এছাড়া রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং মো. মোস্তফা কামালকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ প্রদান করা হয়েছে।