শারীরিক অবস্থা সঙ্কটপূর্ণ: আইসিইউতে অভিনেতা আব্দুল কাদের

অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা আরো সঙ্কটজনক হয়ে পড়েছে। ক্যান্সারের চতুর্থ ধাপে থাকা আব্দুল কাদের সম্প্রতি করোনাভাইরাসেও আক্রান্ত হন। বৃহস্পতিবার রাতে তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সারা দিন তার স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল ছিলো। কিন্তু রাতের দিকে তার অবস্থা সঙ্কটাপন্ন হতে থাকে।

সর্বশেষ পরিস্থিতির বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল কাদের নড়াচড়া করতে পারছেন না। তার অবস্থা যে কোনো মুহূর্তে আরো খারাপের দিকে যেতে পারে, চিকিৎসকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে তার পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে অসুস্থ আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ক্যান্সার হয়েছে এবং তা সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে তার জন্য দেশে মানুষের কাছে দোয়া চেয়েছেন অভিনেতার পরিবার।