সিডনি টেস্টেও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখনো দৌড়াতে সমস্যা হচ্ছে বলেই চার ম্যাচ সিরিজের শেষটিতে এই ওপেনারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান ওয়ার্নার। এরপর তাঁকে সতীর্থরা ড্রেসিংরুমে নিয়ে যান। তাঁর বদলি হিসেবে সেদিন দলে নেওয়া হয় আরেক বাঁহাতি ডার্সি শর্টকে। চোটে পড়ে সিরিজের শেষ ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্ট মিস করেন অসি তারকা।
আশা করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে হয়তো দেখা যেতে পারে অসি তারকাকে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতেও দলের বাইরে থাকতে হয়েছে এই ওপেনারকে।
এখন সবার প্রশ্ন তৃতীয় টেস্টের আগে কি পুরো ফিট হয়ে উঠবেন ওয়ার্নার? আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, এখনো দৌড়ানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে ওয়ার্নারের।
ল্যাঙ্গার বলেন, ‘আমি ওকে নিয়ে খুবই আশাবাদী। নেটে ও খুব ভাল ব্যাট করেছে। বরাবরের মতোই চমমনে রয়েছে। খেলার প্রতি ওর প্যাশন মারাত্মক। মাঠে নামার জন্য ও সবকিছু করছে। তবে পুরো গতিতে দৌড়াতে একটু সমস্যা হচ্ছে ওর। যখন সে দৌড়ানোর ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, নিশ্চিতভাবেই সে তখন আমাদের দলে ফিরবে। আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছি ওকে। আর প্রার্থনা করছি ও যাতে দ্রুত ফেরে।’
ওয়ার্নারে ব্যাপারে ল্যাঙ্গার আরো বলেছেন, ‘আমরা জানি ও কত চনমনে। ওর মতো আর কেউ নেই। যেভাবে ও রান নিতে দৌড়ায়, যেভাবে ফিল্ডিং করে। আর তার জন্য ১০০ শতাংশ ফিট হতে চাইছে ওয়ার্নার। কারণ ওর এনার্জি দলকেও চাঙ্গা করে।’
আজ শনিবার থেকে মাঠে গড়ালো বক্সিং ডে টেস্ট। এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম পেইনের দল।