নড়াইল শহরে দাঁড়িয়ে থাকা মাটিবাহী ট্রলিকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে এর চালক নিহত হয়েছেন। উপজেলার নাকসী মাদ্রাসা এলাকায় নড়াইল-লোহাগড়া সড়কে গতকাল শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৩৫)।
তিনি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। নড়াইলের রূপগঞ্জ বাজারের সোহাগ স্টিল নামের একটি দোকানে স্টিলের বাক্স তৈরির কাজ করতেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে মোটরসাইকেলে করে স্টিলের দোকান থেকে বাড়ি ফিরছিলেন সোহেল। এ সময় নাকসী মাদ্রাসা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মাটিবাহী ট্রলিকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এ সময় গুরুতর আহত হন সোহেল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।