জাবেদ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়,কালিগণ্জ পোদ্দারের ভিটা রওযাতুল মাদিনাহ্ নুরানী মাদ্রাসার ১০০ জন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন “সম্ভাবনার কুড়িগ্রাম” একটি সেচ্ছাসেবী সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন “সম্ভাবনার কুড়িগ্রাম”এর প্রতিষ্ঠাতা ও কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির, পরিকল্পনা পরিষদ এর পরিচালক, জনাব মোঃ মাহাবুর রহমান মাহাবুব, আরও উপস্থিত ছিলো, সম্ভাবনার কুড়িগ্রাম এর প্রোগ্রাম সমন্বয়ক, মোঃ সাইদুর রহমান সোহাগ। এবং অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক,শিক্ষক ও এলাকার সেচ্ছাসেবী মানুষজন।
প্রোগ্রাম আয়োজনে সার্বক্ষনিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির পরিকল্পনা পরিষদ এর পরিচালক, জনাব মোঃ নাজমুল হুদা লাকু।
উক্ত কর্মসুচিতে অর্থায়ন ও সহযোগিতা করেছেন মানবিক মানুষ, ভালো মনের মানুষ যিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তিনি তার জন্য এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

“সম্ভাবনার কুড়িগ্রাম” এর প্রতিষ্ঠাতা বলেন কিছু দিন আগে এই মাদ্রাসায় বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করতে এসে মাদ্রাসার ভিতরে গিয়ে দেখি মেঝে কাঁচা আর তাতে চট বিছিয়ে শিক্ষার্থীরা ক্লাস করে আর সেখানেই রাত্রি যাপন করে । সেদিনই শীত বস্ত্র দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলাম। সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আজ সেটা সম্পন্ন হলো।
তিনি আরও বলেন আমরা (সম্ভাবনার কুড়িগ্রাম) প্রতিটা কর্মসুচি শহরের বাইরে অর্থাৎ প্রত্যন্ত এলাকায় করার চেষ্টা করি। মানুষ হোক মানুষের কল্যাণে, এই প্রত্যাশায় আসুন, অসহায় অবহেলিত দের খোঁজ খবর নেই, সামর্থ্য অনুযায়ী পাশে দাড়াই। আগামীর জন্য সুন্দর পৃথিবী সাজাই। পরিশেষে এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করেছেন, সাহস যুগিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছন।