২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপি।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকেই বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন।
বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন সতর্ক অবস্থানে। তবে সেখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মসূচি শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নেতাকর্মীরা যখন মিছিল সহকারে প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হন তখন পুলিশের সঙ্গে হালকা উত্তেজনা তৈরি হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীদের কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং জাতীয় প্রেস ক্লাবের আশপাশের সড়কে অবস্থান নেন। বিএনপির কর্মসূচির কারণে সড়কে যানজট তৈরি হয়েছে বলে জানা গেছে।