কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কোরআন শরীফ বিতরণ

জাবেদ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম এর উন্নয়ন ভাবনার প্লাটফর্ম ‘সম্ভাবনার কুড়িগ্রাম’ এর উদ্যোগে ২য় ধাপে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব রাবাইটারী, নেওয়াশী জামিয়াতুল ইহসান দারুল উলুম কাওমী মাদ্রাসায় মোট ৪৫ জন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র ও কুরআন শরীফ বিতরণ করা হয়।

উক্ত শীত বস্ত্র ও কোরআন শরীফ বিতরণের ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে উপস্থিত ছিলেন, সম্ভাবনার কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা ও কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির, পরিকল্পনা পরিষদ এর পরিচালক, জনাব মোঃ মাহাবুর রহমান মাহাবুব, সম্ভাবনার কুড়িগ্রাম এর প্রোগ্রাম সমন্বয়ক, মোঃ সাইদুর রহমান সোহাগ এবং অত্র মাদ্রাসার কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক ও এলাকাবাসী। আরও একজন বিশেষ ব্যাক্তি উপস্থিত ছিলেন যিনি প্রোগ্রামটি বাস্তবায়ন করার সম্পূর্ণ অর্থ যুগিয়েছন।

তিনি তার পরিচয় দিতে অনিচ্ছুক। তিনি নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।