বছরের শুরুতে নতুন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার নাম ‘যাও পাখি বলো তারে’।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে’ গানটি আজও সবার হৃদয়ে গেঁথে আছে। তুমুল জনপ্রিয় সেই গানটির শিরোনামে সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
নতুন এ সিনেমাটিতে মাহির বিপরীতে অভিনয় করবেন ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ বিজয়ী এ কে আজাদ আদর। সিনেমাতে প্রথমবার জুটি বাঁধলেন তারা।
জানা গেছে, জানুয়ারি থেকে এ সিনেমার শুটিং শুরু হবে। বর্তমানে চলছে গান রেকর্ডিং ও প্রি-প্রোডাকশনের কাজ।
এ নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘বছরের শুরুতে নতুন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে। এর গল্পটি অসাধারণ। গ্রাম্য পটভূমির গল্প নিয়ে সিনেমার মূল বিষয় প্রেম, বিরহ ও বিচ্ছেদ। আশা করছি, এই সিনেমাতে নতুন এক মাহিকে তুলে ধরতে পারব।’