অ্যাডিলেড টেস্টের দুঃস্বপ্ন ভুলে মেলবোর্নে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের এমন প্রত্যাবর্তন দেখে অবাক হয়েছেন ডেভিড ওয়ার্নার। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে ভার্চুয়াল সংবাদমাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন অসি তারকা।
বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়েছে ভারত। ইনজুরির কারণে খেলতে না পারা ওয়ার্নার দেখেছেন দলের পরাজয়। তবুও ভারতের প্রশংসায় মুখর তিনি। আজ শনিবার ভার্চুয়াল সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘ভারত দারুণভাবে প্রত্যাবর্তন করল। অনেকেই ভেবেছিল কোহলি চলে যাওয়ায় ওদের সিরিজে ফেরা কঠিন। কিন্তু এটা এমন পরিস্থিতি যেখানে সবার মধ্যেই একটা জেগে ওঠার আলাদা খিদে থাকে। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় শিবির ছেড়ে চলে গেলে অনেক সময় বাকিদের আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু এটাই বাকিদের কাছে সুযোগ নিজের জাত চেনানোর। সেটাই ভারত করে দেখিয়েছে এবং সিডনিতে ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই নামবে।’
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে দল থেকে ছিটকে যান তারকা ব্যাটসম্যান ওয়ার্নার। চোটের কারণে একে একে মিস করেছেন শেষ ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই টেস্ট। এবার চোট কাটিয়ে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার।
চোট কাটিয়ে ফেরার পর ওয়ার্নার জানালেন তাঁর ওপর কোনো চাপ নেই, ‘আমার ওপর কোনো চাপ নেই। আমরা একটা দল। জিততে গেলে সবাইকেই অবদান রাখতে হবে। চাপ তো সব সময়ই থাকবে। আমাকে এগিয়ে এসে নিজের দায়িত্ব পালন করতে হবে। প্রতিবারই আমি চেষ্টা করি সেরাটা দিতে। তাই আমার কাছে আলাদা করে কোনো চাপ নেই।’
এই সিরিজে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন নটরাজন। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্নার, ‘নিঃসন্দেহে ওর কাছে একটা দারুণ পুরস্কার। সন্তানের জন্ম হলেও সে দেশে ফিরতে পারেনি। তার ওপর নেট বোলার হিসেবে এখানে এসে প্রথমবার দলে সুযোগ পেয়েছে। ওর জন্যে অনেক শুভেচ্ছা রইল।’
চার ম্যাচ সিরিজের প্রথমটিতে অ্যাডিলেডে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। এরপর ঘুরে দাঁড়িয়ে বক্সিং ডে টেস্টে জিতে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। আগামী ৭ জানুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর ১৫ জানুয়ারি থেকে হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ ম্যাচটি।