দেশে বর্তমানে সেতু থেকে টোল আদায়ের নিয়ম রয়েছে। সেই সাথে এবার যোগ হচ্ছে মহাসড়ক। অর্থাৎ, গাড়ি নিয়ে মহাসড়কে উঠলেই টোল দিতে হবে সরকারকে। একসঙ্গে নয়, সারাদেশে পর্যায়ক্রমে এই টোল কার্যকর করার কথা ভাবছে সরকার। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টোল আদায়ের শুরুটা হতে পারে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাধ্যমে।
২০১৯ সালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়কে টোল আদায়ের নির্দেশনা দিয়েছিলেন। সেসময় একটি একনেক সভায় তিনি বলেছিলেন, টোলের মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়েই আমরা সড়ক সংস্কার করবো। সেই সময় এ নিয়ে কাজ শুরু করে কর্মকর্তারা। সূত্র জানায়, মহাসড়কে টোল আদায়ের খসড়া নীতিমালা প্রায় প্রস্তুত। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই এটি কার্যকর করা হবে।
আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে স্টেক হোল্ডাররা থাকবেন এবং তাদের মতামত দেবেন। নানামুখী পর্যালোচনা হওয়ার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, এখনই কোনো মন্তব্য করছি না, সরকারের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।


টোল নীতিমালা ২০১৪ এর ‘ভিত্তি হার’ অনুযায়ী ইতোমধ্যে বেশ কয়েকটি মহাসড়কের টোল নির্ধারণ করেছে সরকার। তবে এগুলো চূড়ান্ত নয়। খসড়া টোল প্রস্তাবে একেক মহাসড়কের জন্য অর্থের পরিমান একেক রকম। যেমন, পোস্তগোলা সেতু থেকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী যেতে ট্রাকের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ২৬ টাকা ৫০ পয়সা এবং বাসের ক্ষেত্রে ১২ টাকা ৪০ পয়সা।