গাজীপুরে চালককে মারধর ও ছিনতাই করে পালানোর সময় ইজিবাইক উল্টে যাত্রীবেশী তিন ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়েছে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
আটক ছিনতাইকারীরা হলো নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ এলাকার ফারুক হোসেন (২০), জামালপুর সদর উপজেলার চান্দের হাওড়া এলাকার শ্যামল হাসান (২১) ও ঢাকার আশুলিয়ার কাঁঠগড়া দুর্গাপুর এলাকার সবুজ হোসেন (২২)। তাঁরা সবাই গাজীপুর ও আশুলিয়ার কাঁঠগড়া এলাকায় বসবাস করেন।
পূবাইল থানার ওসি নাজমুল হক জানান, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবেশে চার ছিনতাইকারী জেলা শহর জয়দেবপুর থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ভাড়া নেন। পথে তাঁরা পূবাইল থানাধীন বিলসারা কালভার্ট এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে চালক সাব্বিরকে (১৮) মারধর করেন। পরে চালকের মুখে স্কচটেপ পেঁচিয়ে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে থাকেন। এ সময় আহত চালকের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। ছিনতাইকারীরা দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভাদুন বাজার এলাকায় ইজিবাইকটি উল্টে যায়। এ সময় তিন ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। পরে আটক ছিনতাইকারীদের উত্তম-মধ্যম দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ছিনতাইকারীদের উদ্ধার ও আটক করে। পরে আহত চালকসহ আটক ছিনতাইকারীদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওসি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।