টাঙ্গাইলে পাজেরো গাড়িতে আগুন

টাঙ্গাইলের বাসাইলে একটি চলন্ত পাজেরো গাড়ি আগুন পুড়ে গেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

গাড়ির মালিক জেলার বাসাইল উপজেলার বালিনা গ্রামের বাসিন্দা শহিদুজ্জামান তপন। তিনি চাকরি সূত্রে ঢাকার গুলশানে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিনা গ্রাম থেকে শহিদুজ্জামান তপন ও তার ভাই শরিফুল ইসলাম পাজেরো গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়। এ সময় গাড়ি থেকে তারা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে টাঙ্গাইল এবং বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি বলেন, ‘আমার ভাতিজা এইচএসবিসি ব্যাংকে কর্মরত শহিদুজ্জামান তপন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত শরিফুল ইসলাম তারা দু’জনেই আজ বাড়িতে এসেছিল। বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।’

বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাজেরো গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে- ক্লাচ প্লেট নষ্ট হওয়ায় গাড়িতে আগুনের সূত্রপাত হয়।’