বিকেলে সেমিফাইনালে মুখোমুখি ঢাকা আবাহনী-বসুন্ধরা কিংস

মৌসুমের সবচেয়ে বড় ম্যাচের অপেক্ষায় ফুটবল পাড়া। ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল ৪টায়।

ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে দুই শিবির। নিজেদের ক্লাব গ্রাউন্ডে অনুশীলন সেরেছে আবাহনী। ওয়ার্ম আপ, সেট পিস এবং স্কিল ট্রেনিংয়ে নিজেদের প্রস্তুত করেছে সেমির জন্য। বিদেশিদের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দেশীদের ওপর ভরসা রাখছেন আকাশী নীলদের পর্তুগীজ কোচ।

অন্যদিকে, ২০১৯ ফেডারেশন কাপের ফাইনালের প্রতিশোধ নিতে চায় বসুন্ধরা কিংস। সে লক্ষ্যে ব্রাজিল-আর্জেন্টিনার রিক্রুটদের সমন্বয়ে গড়ে তুলেছে আক্রমণভাগ। অতীত ইতিহাস অবশ্য পক্ষে নেই কোন দলেরই। সমান একটি করে হার-জিত আছে দু দলের দখলে।