ঝালকাঠির কাঠালিয়ায় রুবেল খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রুবেল বাড়ি বলতলা ছয়ঘর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল বারেক খান।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
উল্লেখ্য, গত ৭ বছর আগে রুবেল খানের বাবা আব্দুল বারেক খানকে ও তিন বছর তার অপর এক ভাই রাসেল খানও দুর্বৃত্তের হাতে খুন হন।