সিরিআ’য় সাসৌলোকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস।
সিরিআ’য় অ্যালিয়েঞ্জ স্টেডিয়াম হোক কিংবা অন্য কোন ভেন্যু, ক্রিস্টিয়ানো রোনালদোর এই হাসি সব সময়ই দেখতে চাইবেন য়্যুভেন্তাস সমর্থকরা। কারণ পর্তুগিজ যুবরাজের হাসি মানে ম্যাচে য়্যুভেন্তাসের জয়ের বাঁশি। অথচ সাসৌলোর বিপক্ষে শুরুর চিত্রটা দেখে সবাই একঘেয়ে এক ম্যাচ হবে এমনটাই ধরে নিয়েছিলেন। কিন্তু না তা হতে দেননি রোনালদো, রামসিরা।
সাসৌলোর বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নিজেদের ছন্দ খুঁজে পায় য়্যুভেন্তাস। ৫০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান দানিলো। পেদ্রোর লাল কার্ডে আগেই দশজনের দলে পরিণত হয়েছিলো সাসৌলো। তবে, তাতে ভেঙ্গে পড়েনি তারা। উল্টো ৫৮ মিনিটে সমতা ফেরান ডেফ্রেল।
৮২ মিনিটে রামসির গোলে জয়ের স্বপ্ন উঁকি দেয় য়্যুভেন্তাস শিবিরে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে সে ব্যবধান নিয়ে যান ৩-১ এ।