বাংলাদেশ-উইন্ডিজ সিরিজে আম্পায়ার পাঠাচ্ছে আইসিসি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে দুটি টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই দুই ম্যাচের টেস্ট সিরিজ পরিচালনার জন্য তিনজন এলিট আম্পায়ারকে বাংলাদেশে পাঠাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এলিট প্যানেলভুক্ত রিচার্ড কেটেলবোরোকে পাঠাবে আইসিসি। এছাড়া আরও দুজন ম্যাচ অফিসিয়াল হিসেবে পাঠানো হবে। এরা হলেন ইংল্যান্ডের হেনরি চার্লস এলিসন এবং কলিন স্টুয়ার্ট টেনান্ট। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

বাংলাদেশ-উইন্ডিজ মধ্যকার ওয়ানডে তিনটি যথাক্রমে ২০, ২২ এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আর ফেব্রুয়ারির ৩ তারিখে প্রথম এবং ১১ তারিখে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।