ফেব্রুয়ারির মধ্যে দেশে আসছে অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন: স্বাস্থ্যস‌চিব

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাস এর তিন কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো: আবদুল মান্নান।

তিনি বলেন: এজন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ রাখাসহ সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলানায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব।

এসময় জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল কাদির ভূইয়াসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব মো: আবদুল মান্নান।