নিউজিল্যান্ড নির্বাচন: একক সরকার গঠনের পথে জেসিন্ডা আর্ডেন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন জেসিন্ডা আর্ডেন। গত কয়েক দশকের মধ্যে দেশটির ইতিহাসে এটি প্রথম কোনও দল যারা এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে।

এ পর্যন্ত দুই তৃতীয়াংশ ভোট গণনা শেষ হয়েছে। যাতে তার দল লেবার পার্টির ভোট পেয়েছে ৪৯ শতাংশ। দেশটির সংসদের ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসনে জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এককভাবে সরকার গঠন করতে ৬টি আসনে জয়ের প্রয়োজন হয়। লেবার পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। 

গেল সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে ভোট গ্রহণ একমাস পিছিয়ে দেয়া হয়। ১৯৯৬ সালে দেশটিতে আনুপাতিক ভোটদান পদ্ধতি চালু হওয়ার পর এটাই যে কোনো দলের পক্ষে সবচেয়ে বেশি ভোট পাওয়া।

এদিকে, উচ্ছ্বসিত জেসিন্ডা বলেন, প্রায় ৫০ বছর ধরে লেবার পার্টির প্রতি সমর্থন জানিয়ে আসছে নিউজিল্যান্ডবাসী। তিনি বলেন, আপনাদের এই সমর্থনকে আমরা ব্যর্থ হতে দেব না এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এমন একটি দলে পরিণত হব যা দেশের প্রতিটি জনগণের জন্য কাজ করবে।