নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাধবপাশা এলাকায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার(১৮ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র ও ওই এলাকার মো: রিপন মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দি ভূঁইয়া জানান,অভিযুক্ত কিশোর তার বাড়ী ফাঁকা পেয়ে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা অভিযোগ জানালে পুলিশ গিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে।