সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবসের বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনা এড়াতে যেসব সড়কে দুর্ঘটনা বেশি হয় সেসব সড়ক চিহ্নিত করে তা মেরামত করে দেয়া হয়েছে। রাজধানী ঢাকার সাথে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে চালকের গায়ে হাত না দিয়ে দুর্ঘটনার শিকার মানুষটির চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
তিনি বলনে, করোনা আসাতে সড়কের কাজে কিছুটা বাধা এসেছে, তবে তা কাটিয়ে ওঠা যাবে।
তিনি বলেন, স্কুল শিশুদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে শিক্ষা দিতে হবে। দেশের উন্নয়ন করা হচ্ছে পরিকল্পিতভাবে। দুর্ঘটনা কমাতে সড়কের বাঁক কমানো হয়েছে। ধীর গতিতে যান-চলাচলের সড়কে আলাদা লেন করা হয়েছে। পথচারীদের সর্তক থাকতে হবে। কোনো দুর্ঘটনা হলে কেউ দায় নেবে না।