বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দর্শকশূন্য দুর্গাপূজা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি, সন্ধিপূজা ও সিঁদুর খেলাতেও ছাড় দেয়নি কলকাতা হাইকোর্ট। তবে নির্দেশ অমান্য করে কলকাতার সুরুচি সংঘের পূজায় উপস্থিত হওয়ায় সৃজিত-মিথিলা-নুসরাত-নিখিল আইনি নোটিশ পেতে যাচ্ছেন!
অষ্টমীর সকালে পূজা প্রাঙ্গণে সস্ত্রীক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বামীকে নিয়ে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান হাজির হন। পূজার অন্যতম আয়োজক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেন সৃজিত-মিথিলা, নুসরাত-নিখিল। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন কলকাতা হাইকোর্টে মামলাকারী সব্যসাচী চট্টোপাধ্যায়।
তবে সুরুচি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, নুসরাত সুরুচি সংঘের সদস্য।
এনিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশ থাকার পরও সৃজিত, মিথিলা, নুসরাত, নিখিল প্যান্ডেলে ঢুকেছিলেন। তারা যা করেছেন তা আদালত অবমাননা। এদের চার জনের বিরুদ্ধেই আদালত অবমাননার নোটিশ পাঠানো হচ্ছে