লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, দুইটি রকেট ছোঁড়া হয়েছে। জবাবে আর্টিলারি গোলা ছুঁড়েছে ইসরায়েলি সেনা। মঙ্গলবার (২০ জুলাই) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, একটি রকেট ভূপাতিত করেছে মিসাইল প্রতিরক্ষা সিস্টেম। অপরটি খোলা জায়গায় আঘাত করে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এসব উল্লেখ করা হয়।