টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন সাকিব

নিষেধাজ্ঞা শেষ হতেই মাঠে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দেয়া এক বছরের এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এর কয়েকদিন পরেই ব্যাট-বলের লড়াইয়ে ফিরছেন তিনি। সুখবরটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। 

আগামী ১৫ নভেম্বর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টই হচ্ছে সাকিবের ক্রিকেটে ফেরার মঞ্চ।

রোববার রাতে বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল শেষে বিষয়টি জানান বোর্ড প্রধান নাজমুল হাসান।

এক প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, হ্যাঁ, সাকিব অবশ্যই খেলবে। তার সঙ্গে আমরা কথা বলেছি। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন সাকিব। তার আগেও আসতে পারেন। এরমধ্যেই একটি দল পাবেন তিনি।

গেল বছর ২৯ অক্টোবর দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করেছেন তিনি। সাকিব অভিযোগ মেনে নেয়ায় নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়। সে অনুযায়ী, ২৯ অক্টোবরই তার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।