২০২৫ সালে পুরুষদের চাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আইসিসির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালে পুরুষদের চাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আইসিসির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আইসিসির তথ্যানুসারে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। দেশটিতে এটা হবে ১৯৯৬ সালের পর বড় কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট। ১৯৯৬ সালে যৌথভাবে পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কায় পুরুষদের ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছিল। এরপর পাকিস্তানে আর বড় কোনো টুর্নামেন্ট হয়নি।
আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।
২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।
এবিএস