খেলা: টি-২০ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে লজ্জা দিয়েছে দেশকে। সুপার টুয়েলভে সব ম্যাচ হেরে গেছে বাংলাদেশ দল।
আত্মবিশ্বাসের তলানিতে নেমে যাওয়া বাংলাদেশের সামনে হোম সিরিজে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনালিস্ট পাকিস্তানের টি-২০ রেকর্ডটা বাংলাদেশের বিপক্ষে দারুণ। ১২ ম্যাচে ১০ জয়।
তবে হোমে বাংলাদেশের নিকট অতীতের রেকর্ড ভাল। সর্বশেষ ২টি টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড আছে। হোমে পাকিস্তানের বিপক্ষে সাদা বলে সর্বশেষ দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে (২০১৫ সাল) হোয়াইট ওয়াশের রেকর্ড আছে বাংলাদেশের।
সে কারণেই ১৯ নভেম্বর থেকে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-২০ সিরিজে নতুন শুরুর উদ্দীপনা পাচ্ছেন মাহমুদউল্লাহ-‘বিশ্বকাপে যে প্রত্যাশা ছিল, আমরা সে প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি বিশ্বাস করি যে, আমাদের বাংলাদেশ টিমের একটা স্টার্টটা সব সময় খুবই ইম্পরট্যান্ট, তো আমাদের এই সিরিজে ইনশাল্লাহ আমরা ভাল শুরু করব, আমাদের এ ফ্লোটা দলের জন্য খুব ইম্পরট্যান্ট। হ্যাঁ এটা অবশ্যই ওয়ার্ল্ডকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভাল ক্রিকেট খেলার এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য ভাল একটা সুযোগ।’
বিশ্বকাপের পারফরমেন্স মাথায় নিয়ে খেলতে গেলে খেলাটা গুলিয়ে ফেলবে। সে কারনেই ইতিবাচক মানসিকতা নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ভাবছেন বাংলাদেশ টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ-‘বিশ্বকাপ নিয়ে কথা বলছে চাচ্ছি না। এই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো নিয়ে ফোকাস করছি। এই তিনটা ম্যাচ আমরা দলের জন্য কতটুকু ভাল অবদান রাখতে পারি ইনডিভিজুয়ালি এবং ওটাই মুখ্য বিষয় এবং সেই দিকটায় ফোকাস রাখছি৷ কারণ যে জিনিসগুলো আগে হয়ে গেছে তা নিয়ে চিন্তা করলে বরং নেগেটিভ ইফেক্ট আসতে পারে।আমরা পজিটিভ ভাবে চিন্তা করছি সবকিছু।’
টি-২০ ক্রিকেটে পাকিস্তানের শক্তিকে সমীহ করে এই সিরিজকে চ্যালেঞ্জিং সিরিজে রূপ দিতে চান মাহমুদউল্লাহ-‘ তারপরও আমি বলব অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে৷ পাকিস্তান ওয়ান অব দ্য বেস্ট টিম এ মুহূর্তে, তো আমাদের অনেকগুলো নতুন সুযোগ পেয়েছে তো এটা আমাদের জন্য খুব কঠিন।’
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলার শাহীন শাহ আফ্রিদি ছড়িয়েছেন ভয়ংকর রূপ। সে কারণেই তাকে বোলিং নিয়ে বিশ্লেষণ করে তাকে প্রতি আক্রমনের কৌশল বের করেছে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ-’ অবশ্যই শাহীন শা ওদের ম্যাক্সিমাম ম্যাচেই দলে বড় ভূমিকা রাখছে, নতুন বলে বিশেষ করে। ওই জিনিসটা আমাদের মাথায় আছে, আমরা এনালাইসিস করেছি আই হোপ ম্যাচে…।’
দলে সিনিয়র ক্রিকেটার বলতে শুধু মাহমুদউল্লাহ। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে সাকিব মিস করছেন এই সিরিজ। সাইফউদ্দিনও ইনজুরিতে। বৃদ্ধাঙ্গুলে চিড় ধরায় তামিমও নেই। রুবেল হোসেনকে বিবেচনায় আনেননি নির্বাচকরা। ফিট থাকার পরও মুশফিককে বিবেচনা করা হয়নি। বাদ দেয়া হয়েছে সৌম্য সরকার, লিটন দাসকেও। একদল তরুণ ক্রিকেটার তুলে দেয়া হয়েছে মাহমুদউল্লাহর হাতে। মাহমুদউল্লাহ তারপরও নিয়েছেন চ্যালেঞ্জ-‘ইয়াং টিম এটা কিছুটা চ্যালেঞ্জের তো হবেই। তবে চাপের কিছু নেই এতে। তবে এটা চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। আমি পার্টিকুলারলি বিশ্বাস করি টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনার সেরা একাদশ থাকে ও উইকেট ভালো থাকে তাহলে ভালো কিছু আশা করতে পারেন আপনি।’
প্রভাতনিউজ/এবিএস