গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:
ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মুফতি মাসুদুল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি লেহাজ উদ্দিন ভ‚ইয়া, মুফতি আতাউর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা ফজলুর রহমান, মুফতি নাসির উদ্দিন, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা আবু নাইম, মাওলানা জোলফিকার প্রমুখ। সমাবেশে বক্তারা মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশের কারণে ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার এবং দেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবি জানান।