ফ্রান্সে মহানবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ। সংগঠনটির নেতারা সব ধরনের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন আহলে সুন্নাতের নেতাকর্মীরা। মিছিলটি পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা শাখা।
আহলে সুন্নাতের ঢাকা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, ড: মোহাম্মদ আবদুল আউয়াল, মুফতি মাহমুদুল হাসান কাদেরী, মুফতি জসিম উদ্দীন আজহারী, হাফেজ মুনিরুজ্জামান আলকাদেরী, ড: মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, ডা: এস এম সরওয়ার, মুফতি নাজমুস সাদাত ফয়েজী, মোহাম্মদ আব্দুল হাকিম প্রমুখ।
ফ্রান্সের প্রতি ক্ষোভ প্রকাশ করে আহলে সুন্নাতের নেতারা বলেন, যে মাসে প্রিয় হাবিবের আগমনে সারা বিশ্ব আনন্দে মাতোয়ারা, ঠিক সে সময়ে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় নবীর প্রতি বিদ্বেষ প্রকাশ সম্পূর্ণ পরিকল্পিত। তারা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। প্রকৃতপক্ষে রাসুলের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বৈশ্বিক জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়।
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের নেতা মাওলানা ফখরুজ্জামান, লোকমান মিয়াজী, অ্যাডভোকেট ইকবাল হাসান, অ্যাডভোকেট হেলাল উদ্দীন, অধ্যক্ষ আবু নাসের মুসা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মজুমদার, মাওলানা গোলাম কবির, মাওলানা সিদ্দীকুর রহমান সরকার, ইমরান হুসাইন তুষার, কাওসার আহমদ রুবেল, হাফেজ ওমর ফারুক প্রমুখ।