লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশায় ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশার চালক।

শুক্রবার (৩০ অক্টোবর ) বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সজল মজুমদার (২৫) ও লক্ষণ চন্দ্র মজুমদার। তারা দুজনই পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা শহর থেকে মোটারসাইকেলযোগে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলো সজল ও লক্ষণ নামের দুই মোটরসাইকেল আরোহী। এ সময় বিরাহিমপুর এলাকায় একটি সেতুর উপর পৌঁছালে পোদ্দার বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পানিতে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীরা তাদের উদ্ধার করে মোটরসাইকেল আরোহী লক্ষণকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও সজলকে আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।