আবারও বিশ্বসেরা ওয়ান ডে অলরাউন্ডার তিনি। এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এমন সুখের খবর যার ঝুলিতে তিনি সাকিব আল হাসান। তাই, সব চাপমুক্ত হয়ে গতরাতেই দেশের ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
দেশে ফিরেই বার্তা দিয়েছেন সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতেই মাঠে নামবেন। সে লক্ষে নিজেকে ফিরে পেতে উজাড় করে দিবেন সবটুকুই। ৩ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে ৯ তারিখ ফিটনেস টেস্ট দিবেন বিসিবিতে। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ফিরবেন মাঠে। সেখানেই নিজেকে ফিরে পেতে চান সাকিব।