ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে চারজন।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এই সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিএসজিচালিত অটোরিকশাকেও চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ সময় হাসপাতালে নেওয়ার পথে নারী ও শিশুসহ তিনজন মারা যায়। গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।