টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক কিশোরীও রয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।