ধামরাইয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

ঢাকার ধামরাই উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই এ ব্যাপারে মামলা হয়।

ধামরাই কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক রাসেল মোল্লা আজ বুধবার সকালে বলেন, ধর্ষণ মামলার আসামিরা হলেন সন্ধিতারা গ্রামের শামীম, মোশারফ, রুবেল, সোহেল ও সুমন। তাদের আটকের প্রক্রিয়া চলছে।

মামলার বরাত দিয়ে পরিদর্শক রাসেল মোল্লা বলেন, গতকাল রাতে শামীম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে একটি লেবু বাগানে নিয়ে যান। আগে থেকেই সেখানে ছিল শামীমের সহযোগী মোশারফ, রুবেল, সোহেল ও সুমন। তারা গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে আসামিরা গৃহবধূকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

জ্ঞান ফিরলে গৃহবধূ বাড়িতে ফিরে স্বজনদের ঘটনাটি জানান এবং রাতেই পাঁচজনকে আসামি করে মামলা করেন বলে জানান পরিদর্শক।

গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।