৪৫ দিন শুটিং, অক্ষয় নেবেন ১০০ কোটি

বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার। এবার এ তারকা তাঁর নতুন সিনেমার জন্য রেকর্ড ১০০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন।

এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার খবর, ‘পতি পত্নী অউর উহ’ সিনেমার পরিচালক মুদাশ্বর আজিজ ‘বেল বটম’ সিনেমার রিমেক করতে যাচ্ছেন। কমেডি এই সিনেমার চিত্রনাট্য দেখে প্রাথমিক সম্মতি জানিয়েছেন অক্ষয় কুমার। এই সিনেমার জন্য অক্ষয়ের পারিশ্রমিক ধরা হয়েছে ১০০ কোটি। আর সিনেমার প্রযোজনা ব্যয় ৩৫ থেকে ৪৫ কোটি রুপি। অর্থাৎ একদিনের শুটিংয়ের জন্য অক্ষয়কে প্রায় দুই কোটি রুপি করে পারিশ্রমিক দিতে হচ্ছে। সবমিলিয়ে এ সিনেমার প্রযোজনা ব্যয় প্রায় ১৫০ কোটি রুপি। এই সিনেমার জন্য অক্ষয় মাত্র ৪৫ দিন শুটিং করবেন।

জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবেন দুই ভাগ্নানি জ্যাকি ও বাসু। সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘লক্ষ্মী’ সিনেমা, যা সাড়া ফেলেছে এরই মধ্যে। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।