বাড্ডায় শপিং ব্যাগে ১২ হাজার ইয়াবা, গ্রেফতার ১

রাজধানীর বাড্ডায় এক ব্যক্তির শপিং ব্যাগ তল্লাশি করে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বহনকারী মো: শাহ আলমকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়। এতে ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হানিফ জানান, মধ্য বাড্ডা ইউলুপের নিচ থেকে সন্দেহজনক ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।