কোরআন খতমের রাতে মক্কায় ২৫ লাখের বেশি মুসল্লি

পবিত্র মসজিদুল হারামে রমজানের ২৯তম রাতে ২৫ লাখের বেশি মুসল্লি উপস্থিত হয়েছেন। ছবি : জেনারেল প্রেসিডেন্সি মক্কার পবিত্র মসজিদুল হারামে তারাবির নামাজে কোরআন খতম সম্পন্ন হয়েছে। বুধবার রমজানের ২৯তম রাতে এশা ও তারাবির নামাজে ২৫ লাখের বেশি মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থী উপস্থিত হয়েছেন। প্রতি বছরের মতো নামাজের পর পর কান্নজড়িত কণ্ঠে দোয়া করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

সৌদি গেজেট সূত্রে জানা যায়, গতকাল রাতে মসজিদুল হারামে ২৫ লাখের বেশি লোক নামাজে উপস্থিত হয়েছেন। মসজিদের আঙিনা ও ভেতরের অংশ মুসল্লিতের ভরে গিয়ে আশাপাশের রাস্তাঘাট বহুদূর পর্যন্ত কানায় কানায় পূর্ণ দেখা যায়। 

এদিকে গতকাল পবিত্র মসজিদে নববিতেও তারাবির নামাজে কোরআন খতম সম্পন্ন হয়েছে। রমজানের ২৯তম রাতের এশা ও তারাবিতে অন্তত তিন লাখ ৪০ হাজারের বেশি ‍মুসল্লি অংশ নেন। তারাবির নামাজের প্রথম ভাগে ইমাম হিসেবে ছিলেন শায়খ ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না এবং দ্বিতীয় ভাগে ইমাম ছিলেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর। 

নামাজের পর উভয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সারাবিশ্বের মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করা হয়। দোয়ায় বিশেষভাবে সৌদি আরবসহ সব মুসলিম দেশগুলোর শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়। অশ্রুসিক্ত নয়নে হাত তুলে এই দোয়ায় অংশ নেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।