রাজধানীতে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৬

রাজধানীর মিরপুর এলাকায় এক তরুণীকে গতকাল বুধবার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তাঁর চাচাতো ভাইসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুরে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাজিরুর রহমান বলেছেন, ‘গতকাল বুধবার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে চাচাতো ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী। অভিযোগ আমলে নিয়ে আমরা প্রথমে তাঁর চাচাতো ভাইকে গ্রেপ্তার করি।’

মোস্তাজিরুর রহমান আরো বলেন, ‘ওই তরুণী তার চাচাতো ভাই ছাড়া আর কাউকে চিনতেন না। গ্রেপ্তারের পর চাচাতো ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আরো পাঁচজনকে গ্রেপ্তার করি। দারুস সালাম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’