বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে গেছে বাংলাদেশ ফুটবল দল। কাতারে পৌঁছে কোভিড-১৯ টেস্ট করালে বাংলাদেশ দলের দুজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ আসে। তাঁরা হলেন টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার। তবে আশার খবর হলো, ফুটবলারদের সবার ফল নেগেটিভ এসেছে। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কাতারে গিয়ে নিয়ম অনুযায়ী হোটেলে কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। তবে রুমবন্দি হলেও মানসিকভাবে ফুটবলাররা শক্ত আছেন বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
রীতি অনুযায়ী তিন দিন হোটেলে থাকতে হবে জামালদের। বাফুফের মাধ্যমে এক ভিডিও বার্তায় অধিনায়ক বলেন, ‘সবাই ভালো আছি। সবাই সিঙ্গেল রুমেই আছে। কারণ তিনদিন আমরা রুম কোয়ারেন্টিনে থাকব। সবাই একা একা আছে। তবে মানসিকভাবে আমরা শক্ত আছি। যেহেতু বাইরে যেতে পারছি না, হোটেলেই ফিটনেস নিয়ে কাজ করছি। তবে সব মিলিয়ে সবাই ভালো ও নিরাপদ আছে। সবাই মাঠে অনুশীলন শুরুর জন্য অপেক্ষা করছে।’
আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম পর্বের ম্যাচে নিজেদের মাঠে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এবার অবশ্য কিছুটা ফুরফুরে বাংলাদেশ দল। কাতারে যাওয়ার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজ জিতেছে জামাল ভূঁইয়ার দল। সিরিজের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতে বাংলাদেশ, পরেরটিতে ড্র করে।