দেশের পুঁজিবাজারে রোববার (২২ নভেম্বর) সব ধরনের সূচকে পতন হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এছাড়া কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭০টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪৭টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা।