মেক্সিকোর একটি গোপন গণকবর থেকে ১১৩টি মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় জালিস্কো রাজ্যের স্যাল্টো শহর থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ জানায়, মরদেহগুলোর মধ্যে ৩০টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। যার মধ্যে দু’জন নারীও রয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ বছরে মেক্সিকোর চার হাজার ৯২টি গোপন গণকবর থেকে মোট ছয় হাজার ৯০০টি মরদেহের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ৮৯৭টিই জালিস্কো রাজ্যের।
রাজ্যটির পুলিশ জানিয়েছে, গণকবর থেকে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্তে ও এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। অবৈধ মাদক ও সন্ত্রাসের স্বর্গখ্যাত দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দেশটির সবচেয়ে অপরাধপ্রবণ রাজ্যগুলোর একটি হচ্ছে জালিস্কো।