ধর্মের টানে বলিউড ছেড়েছেন সানা খান। ১৫ বছরের ক্যারিয়ার ছিল তার। সব কিছু বাদ দিয়ে সদ্য বিয়ে করেছেন গুজরাটের মুফতি আনাস খানকে।
আর এই বিয়ে নিয়ে বেজায় খুশি সানা। তিনি বলেছেন, ’হালাল ভালোবাসা এতো সুন্দর আগে তিনি বুঝতে পারেননি।’
নিজের ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি ছবি দিয়ে সানা লিখেছেন, ‘কখনও ভাবিনি হালাল ভালোবাসা এতো সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।’
বিয়ের পর থেকেই নিয়মিত নিজের ও বরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সানা খান। সেখানে ক্যাপশনে নতুন নতুন সুন্দর অনুভূতির কথা জানান দিচ্ছেন সাবেক এই বলিউড অভিনেত্রী।
বিতর্কিত শো ‘বিগ বস’র সাবেক এই প্রতিযোগী গত ২০ নভেম্বর ভারতের গুজরাটের মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেন।
সুরাটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে মুফতি আনাসের সঙ্গে সানা খানের বিয়ে হয়।