ওয়ানডে র্যাশঙ্কিংয়ে এ এক ধাপ এগোলো সালমা বাহিনী

ধীরে ধীরে ছেলেদের ক্রিকেট মাঠে ফিরতে শুরু করলেও নারী ক্রিকেট এখনও মাঠে ফেরেনি। দেশে ক্রিকেট ফেরানোর বেশ চেষ্টা চললেও সেটি ঠিকঠাক হয়ে উঠছে না।

ছেলেদের ক্রিকেট যেখানে ফেরানো কঠিন হয়ে গেছে সেখানে নারী ক্রিকেট তো বহুদূর। এর মাঝেই একটা সুখবর পেল সালমা-জাহানারারা। নারী ওয়ানডে র‍্যাঙ্কিং এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

৯ নম্বরে থাকা বাংলাদেশ পেছনে ফেলেছে ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কাকে। আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং থেকে ২০১৬-১৭ মৌসুম বাদ দেয়ার পর ২০১৭-১৮ ও ২০১৮-১৯ এই দুই মৌসুমের পাওয়া পয়েন্টের ৫০ ভাগ ও ২০১৯-২০ মৌসুমে পাওয়া শতভাগ পয়েন্ট যোগ করার পর বাংলাদেশ পেয়েছে ৭ রেটিং পয়েন্ট। বাংলাদেশের বাড়লেও ৮ পয়েন্ট কমেছে শ্রীলঙ্কার।

যথারীতি ১ নম্বর ধরে রেখেছে অস্ট্রেলিয়া, ২ নম্বরে ভারত, ৩ নম্বরে আছে ইংল্যান্ড। এছাড়া ৭৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান বাংলাদের উপরেই, ৬ নম্বরে।

ওয়ানডেতে বেশ উন্নত হলেও টি-টোয়েন্টিতে আগের অবস্থান ৯ নম্বরেই রয়েছে সালমারা।