আসন্ন কুড়িগ্রাম পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজিউল ইসলামের স্থলে আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (সাজু) কে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
এ দাবিতে আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তাঁরা আসন্ন কুড়িগ্রাম পৌরসভার নির্বাচের আওয়ামীলীগ নৌকা প্রতীক এর মনোনয়ন দিয়েছে কাজিউল ইসলামকে।
এতে ১৯৭১ সালে যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের সন্তানরা এবং যারা জীবিত রয়েছেন তারা, তাদের সন্তান সহ আওয়ামীলীগ এর সমর্থকরা মানব বন্ধন করে এবং শহরের রাজ পথে মিছিল করেন। তারা বলেন মুক্তিযুদ্ধের সময় কাজিউল ইসলামের পিতা করিমল হোসেন ছিলেন একজন রাজাকার। তারা আরও বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী কুড়িগ্রাম মহাকুমা শান্তি কমিটির ২০ নং সদস্য ছিলেন। তার সন্তান কাজিউল ইসলাম কে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় আমরা স্বাধীনতার পক্ষের নৌকার সমর্থকেরা ব্যথিত। তারা মাননীয় প্রধানমন্ত্রী “মমতাময়ী মা” শেখ হাসিনাকে অনুরোধ করে বলেছেন বিষয়টা খতিয়ে দেখলে আমরা এলাকাবাসী উপকৃত হব।